Naboborsho Special | Bengali New Year 1429 (13th April, 2022) Latest song bengali lyrics.
Abar Achena Boishakh | আবার অচেনা বৈশাখ Lyrics In Bengali – Naboborsho Special |

Abar Achena Boishakh Song Sung by- Lagnajita, Shovon, Ikkshita, Rahul, Ranita, Ishan, Bonnie. This song lyrics written by-Deborshi Sarkar.This music viedo song Released On the Occasion of Poila Baisakh, Bengali New Year 1429 (13th April, 2022) .Abar Achena Boishakh is the New version of Bengali Song Achena Boishakh.This song music by- Shovon Ganguly.
Naboborsho Special SONG DETAILS-
SONG- | Abar Achena Boishakh |
SINGER– | Lagnajita, Shovon, Ikkshita, Rahul, & others |
MUSIC– | Shovon Ganguly |
LYRICS- | Deborshi Sarkar |
MUSIC ARRAGEMENT- | Amit-Ishan |
PRODUCTION MANAGER- | Subhajit Chakraborty |
MIX & MASTERED BY- | Amit-Ishan |
Abar Achena Boishakh | আবার অচেনা বৈশাখ Lyrics In Bengali – Naboborsho Special |
অসুখের দিন শেষে আজ,
ঘুমভাঙ্গা একফালি ভোর।
বাতাসের ডানায় লাগুক,
রাত জাগা গান।
পৃথিবী কোমল কারুকাজ,
শিখে নেওয়া নরম আদর,
নতুনের খবর পাঠায়,
চৈত্রা বসাক।
এপথ যেভাবে, আমরা হেঁটেছি।
আঙুলে এঁকেছি, রৌদ্রস্নান।
ঝরাপাতা কে বন্ধু পাতালো,
চেনা বৈশাখী সংবিধান।
এসো হে বৈশাখ,
এসো এসো এসো হে বৈশাখ, এসো এসো. . .
এসো এসো এসো হে বৈশাখ, এসো এসো. . .
এসো এসো এসো হে বৈশাখ, এসো এসো. . .
এসো এসো এসো হে বৈশাখ, এসো এসো. . .
এসো. . …..
হম. .এসো. . ……
এসো. . ……
হম. .এসো. . ……
কত দূরে যাই, নিজের বাসায়,
আছে মানুষের ঘর।
জোঁনাক প্রহর, ঘুরে দাঁড়ানোর,
সামনে যে মায়া চরাচর।
ছেড়ে ঘুম-ঘোর, আরশিনগর
চোখে প্রিয় আলোর দোয়াত।
ফেলে আসি ভয়, বাঁচার সময়,
দন্তে রাখি হাতে হাত।
এপথ যেভাবে, আমরা হেঁটেছি।
ক্লান্তি মুছেছি ভালোবাসার গানের শরীরে,
কিছুটা আড়ালে আলেয়া অনায়াসে স্মৃতি ভাষায়।
এসো হে বৈশাখ,
এসো এসো এসো হে বৈশাখ, এসো এসো. . .
এসো এসো এসো হে বৈশাখ, এসো এসো. . .
এসো এসো এসো হে বৈশাখ, এসো এসো. . .
এসো এসো এসো হে বৈশাখ, এসো এসো. . .
এসো. . …..
হম. .এসো. . ……
এসো. . ……
হম. .এসো. . ……
Abar Achena Boishakh VIEDO SONG-
PEOPLE ALSO LIKE THIS POST-