SONG– | ‘Akash Amai Bhorlo Aloy |
SINGER- | Lopamudra Mitra |
LYRICS- | Rabindranath Tagore |
ALBUM- | Rabindrasangeet album ‘Akash |
‘Akash Amai Bhorlo Aloy’ is a song from Rabindrasangeet album ‘Akash- The Infinite’ sung by Lopamudra Mitra and musically designed by Joy Sarkar
”Akash Amay Bhorlo Aloy” ”আকাশ আমায় ভরলো আলোয়” Lyrics in Bengali.
আকাশ আমায় ভরলো আলোয় আকাশ আমি ভরবো গানে, সুরের আবীর হানবো হাওয়ায় নাচের আবীর হাওয়ায় হানে, আকাশ আমায় ভরল আলোয়।
ওরে পলাশ, ওরে পলাশ, রাঙা রঙের শিখায় শিখায়, দিকে দিকে আগুন জ্বলাস, ওরে পলাশ, ওরে পলাশ, রাঙা রঙের শিখায় শিখায়, দিকে দিকে আগুন জ্বলাস, আমার মনের রাগ রাগিণী রাঙা হল রঙিন তানে।
আকাশ আমায় ভরল আলোয় আকাশ আমি ভরব গানে, সুরের আবীর হানবো হাওয়ায় নাচের আবীর হাওয়ায় হানে, আকাশ আমায় ভরল আলোয়।।
দখিন হাওয়ায় কুসুমবনের বুকের কাঁপন থামে না যে, নীল আকাশে সোনার আলোয় কচি পাতার নূপুর বাজে।
ওরে শিরীষ, ওরে শিরীষ মৃদু হাসির অন্তরালে, গন্ধজালে শূন্য ঘিরিস, ওরে শিরীষ, ওরে শিরীষ মৃদু হাসির অন্তরালে, গন্ধজালে শূন্য ঘিরিস, তোমার গন্ধ আমার কন্ঠে আমার হৃদয় টেনে আনে।
আকাশ আমায় ভরলো আলোয় আকাশ আমি ভরবো গানে, সুরের আবীর হানবো হাওয়ায় নাচের আবীর হাওয়ায় হানে, আকাশ আমায় ভরল আলোয়।।
”Akash Amay Bhorlo Aloy” ”আকাশ আমায় ভরলো আলোয়” Lyrics in English.
Akash aamai bhorlo aloye, akash aami bhorbo gaane. Surero aabir hanbo hawaye, nachero aabir hawaye haane.
Ore Palash, Ore Palash, Ranga ronger sikhaye sikhaye dike dike aagun jalaash Aamar moner raag ragini ranga holo rangin taane.
Dakhino hawa kusumoboner buker kaanpon thame naa je . Neel akashe sonar aloye kochi paataar nupuro baaje.
Ore Shirish, Ore Shirish, Mridu haashiro ontorale gondhojale sunno ghirish Tomaro gondho aamaro konthhe aamaro hridoy tene aane.
Akash Amai Vorlo Aloy
”Akash Amay Bhorlo Aloy” ”আকাশ আমায় ভরলো আলোয়” Lyrics in English Translation.
The skies have filled me with radiance, I shall fill the skies with melodies. Shall imbue the airs with melody's holy red dyes, red dyes of dance imbues the airs.
O' Flame of the Forest, O' Flame of the Forest, With twigs of your color of crimson, you aflame every direction. The strains of my heart are dyed with colorful melodies.
Southern winds go on fluttering in bosom of garden pf flowers. In mellow yellow radiance of blue skies anklets of young leaves clinkers.
O' Rain-trees, O' Rain-trees, Behind your mild smiles you weave webs of fragrances- Your aroma in my voice-my heart allures and cheers.
NOTE- If this lyric has any volume, please comment in the box below. I will try to correct the mistakes and try to write better. Thanks for that.