Dekha Hoye Jay Bengali Song Lyrics Introduction.
Dekha Hoye Jay Bengali Song Lyrics By- Ranajoy Bhattacharjee, From Latest Movie- Abar Bochhor Koori Pore This Song Sung By- Ranajoy Bhattacharjee & Anwesshaa Music By Ranajoy Bhattacharjee Directed by Srimanta Sengupta Music Label Innovative Produced by: Prateek Chakravorty, Soumyya Sarkr & Animesh Ganguly.
SONG DETAILS–
SONG- | Dekha Hoye Jay |
SINGER– | Ranajoy Bhattacharjee & Anwesshaa |
LYRICS– | Ranajoy Bhattacharjee |
MUSIC– | Ranajoy Bhattacharjee |
MOVIE– | Abar Bochhor Koori Pore |
DIRECTED BY- | Srimanta Sengupta |
MUSIC LABEL- | Innovative |
PRODUCER- | Prateek Chakravorty, Soumyya Sarkr & Animesh Ganguly. |
Dekha Hoye Jay | দেখা হয়ে যায় | Song Lyrics In Bengali.

সকালের আঙুল ছুঁয়ে দেখা হয়ে যায় রোজ, দেখা হয়ে যায়, তোমাকেই খুঁজতে গিয়ে একা হয়ে যায় মন, একা হয়ে যায়। বিকেলের গল্প তোমার, খোঁজ দিয়ে যায়, এক বুক মেঘ অভিমান, রোজ দিয়ে যায়, দেখা হয়ে যায় রোজ, দেখা হয়ে যায়, সকালের আঙুল ছুঁয়ে দেখা হয়ে যায় রোজ, দেখা হয়ে যায়, তোমাকেই খুঁজতে গিয়ে একা হয়ে যায় মন, একা হয়ে যায়।। তুমি আর নয় বেশি দূর, ওই শুনি ডাক, বেলাশেষে ঘুম ভাঙতেই, ঠোঁট নির্বাক। বিছানায় আদর রাখা জানলায় চোখ, ঠিক সেই আগের মতোই রোজ দেখা হোক। শহরের গল্প তোমার, খুঁজে দিয়ে যায়, দু’মুঠো দুঃখবিলাস, রোজ দিয়ে যায়, দেখা হয়ে যায় রোজ, দেখা হয়ে যায়, সকালের আঙুল ছুঁয়ে দেখা হয়ে যায় রোজ, দেখা হয়ে যায়, তোমাকেই খুঁজতে গিয়ে একা হয়ে যায় মন, একা হয়ে যায়।।
Dekha Hoye Jay (Abar Bochhor Koori Pore) VIEDO SONG-
RELATED POST-