YOUTUBE.COM

Amar Balar Kichhu Chhilo Na| Lyrics | আমার বলার কিছু ছিল না | By- Haimanti Sukla |

Amar Balar Kichhu Chhilo Na with lyrics in Bengali & English sung by Haimanti Sukla from the album Bani Jethe Chiradin Rabe.,Music Directed by Manna Dey Lyrics by Pulak Banerjee.

SONG DETAILS-

SONG Amar Balar Kichhu Chhilo Na
SINGERHaimanti Sukla
LYRICSPulak Banerjee
MUSICManna Dey
ALBUM-Bani Jethe Chiradin Rabe

Amar Balar Kichhu Chhilo Na | আমার বলার কিছু ছিল না | Song Lyrics in Bengali.

This image has an empty alt attribute; its file name is image-2.jpeg

Amar Balar Kichhu Chhilo Na | আমার বলার কিছু ছিল না | Song Lyrics in Bengali.

আমার বলার কিছু ছিল না
না-গো আমার বলার, কিছু ছিল না
চেয়ে চেয়ে দেখলাম, তুমি চলে চলে
তুমি চলে গেলে, চেয়ে চেয়ে দেখলাম
আমার বলার কিছু ছিল না
না-গো আমার বলার, কিছু ছিল না

সব কিছু নিয়ে গেলে, যা দিয়েছিলে
আনন্দ হাসি গান, সব তুমি নিলে
সব কিছু নিয়ে গেলে, যা দিয়েছিলে
আনন্দ হাসি গান, সব তুমি নিলে
যাবার বেলায় শুধু, নিজেরই অজান্তে
স্মৃতি টাই গেলে তুমি ফেলে
তুমি চলে গেলে
আমার বলার কিছু ছিল না
না-গো আমার বলার কিছু ছিল না
দু'হাতে তোমার ওগো
এতকিছু ধরে গেল
ধরলো না শুধু এই স্মৃতি টা
রয়ে গেল শেষ দিন
রয়ে গেলো সেদিনের
প্রথম দেখার সেই তিথী টা
কোথা থেকে কখন যে, কি হয়ে গেল
সাজানো ফুলের বনে, ঝড় বয়ে গেল
সে ঝড় থামার পরে
পৃথিবী আঁধার হলো
তবু দেখি দ্বীপ গেছো জ্বেলে
তুমি চলে গেলে
আমার বলার কিছু ছিল না
চেয়ে চেয়ে দেখলাম, তুমি চলে চলে
তুমি চলে গেলে, চেয়ে চেয়ে দেখলাম
আমার বলার কিছু ছিল না
না-গো আমার বলার কিছু ছিল না

Amar Balar Kichhu Chhilo Na | আমার বলার কিছু ছিল না | Song Lyrics in English.

This image has an empty alt attribute; its file name is image-2.jpeg

Amar Balar Kichhu Chhilo Na| আমার বলার কিছু ছিল না | Song Lyrics in English.

Āmār balār kichhu chhil nā
nā-go āmār balār kichhu chhil nā
cheẏe cheẏe dekhlām tumi chale chale
tumi chale gele cheẏe cheẏe dekhlām
āmār balār kichhu chhil nā

Sab kichhu niẏe gele yā diẏechhile
ānand hāsi gān sab tumi nile ||
yābār belāẏ śhudhu nijera̮i ajānte
smṛti ṭāi gele tumi phele
tumi chale gele
āmār balār kichhu chhil nā
nā-go āmār balār kichhu chhil nā
Du’hāte tomār ogo
etkichhu dhare gel
dharlo nā śhudhu ei smṛti ṭā
raẏe gel śheṣh din
raẏe gelo sediner pratham dekhār sei itiṭā

Kothā theke kakhan ye ki haẏe gel
sājāno phuler bane jhar̤ baẏe gel
se jhar̤ thāmār pare pṛthibī ām̐dhār halo
tabu dekhi dbīp gechho jbele
tumi chale gele
āmār balār kichhu chhil nā
cheẏe cheẏe dekhlām tumi chale chale
tumi chale gele cheẏe cheẏe dekhlām
āmār balār kichhu chhil nā
nā-go āmār balār kichhu chhil nā

Amar Balar Kichhu Chhilo Na (HAIMANTI SUKHLA) VIEDO SONG-

আমার বলার কিছু ছিল না -lyrics

Amar Balar Kichhu Chhilo Na Song Lyrics in Bengali & English here

PEOPLE ALSO LIKE THIS POST-