Chand Ke Jane Aaj Uthbe Kina | Lyrics | চাঁদ কে জানে আজ উঠবে কিনা | Bengali song lyrics by- Jayati Chakraborty |
Superhit Bengali modern song -চাঁদ… কে জানে আজ উঠবে কিনা | Chand Ke Jane Aaj Uthbe Ki na | This song is sung by-Jayati Chakraborty, Lyrics by- Hariprasad De, Music BY-Parag Baran, Produced by: Hariprasad De.
SONG DETAILS-
SONG– | Chand Ke Jane Aaj Uthbe Ki na |
SINGER– | Jayati Chakraborty, |
LYRICS– | Hariprasad De, |
MUSIC– | Parag Baran |
PRODUCER– | Hariprasad De. |
Chand Ke Jane Aaj Uthbe Kina | চাঁদ কে জানে আজ উঠবে কিনা | song lyrics In Bengali.

Chand Ke Jane Aaj Uthbe Kina | চাঁদ কে জানে আজ উঠবে কিনা | song lyrics In Bengali.
চাঁদ.. কে জানে আজ উঠবে কিনা চাঁদ, কে জানে আজ উঠবে কিনা, থাকবে ঢাকা মেঘ ছায়াতে ঝিরি ঝিরি বৃষ্টি নুপুর, শুনবে আকাশ শাওন রাতে, চাঁদ.. কে জানে আজ উঠবে কিনা চাঁদ, কে জানে আজ উঠবে কিনা।। মাতাল হাওয়া গন্ধ নিয়ে বন মহুয়ার হবে পাগল, খুশির নেশায় উঠবে মেতে ছন্দ বিহীন মেঘেরও দল। সুর উঠবে আবার বেজে জানি সুর.. উঠবে আবার বেজে জানি মনের ছেঁড়া তানপুরাতে, চাঁদ.. কে জানে আজ উঠবে কিনা চাঁদ.. কে জানে আজ উঠবে কিনা।।
জোনাকিরা পাতায় পাতায় হাজারবাতির রশ্নি জ্বেলে, কানে কানে বলবে কথা চাঁদের সাথে খেলার ছলে। ভোরের আলোর নতুন রঙে জাগবে প্রাণে রঙীন আশা, সাজবে মনের পোড়া মন দিয়ে প্রথম ভালোবাসা। ঘর বাঁধবে তারা দু'জন মাইল ঘর.. বাঁধবে তারা দু'জন মাইল উষ্ণ প্রেমের রংতুলিতে, চাঁদ.. কে জানে আজ উঠবে কিনা থাকবে ঢাকা মেঘ ছায়াতে ঝিরি ঝিরি বৃষ্টি নুপুর, শুনবে আকাশ শাওন রাতে, চাঁদ.. কে জানে আজ উঠবে কিনা চাঁদ, কে জানে আজ উঠবে কিনা চাঁদ, ও চাঁদ, ও চাঁদ।।
Chand Ke Jane Aaj Uthbe Kina video song-

Chand Ke Jane Aaj Uthbe Kina | চাঁদ কে জানে আজ উঠবে কিনা | song lyrics In BengaLI–
Pingback: Sader Lau | Lyrics | সাধের লাউ | Bengali Song Lyrics By- Miss. Jojo and Jeet Gannguli | From-Yuddho | - BongLyrics
Pingback: Milon Hobe koto Dine| lyrics| মিলন হবে কত দিন | From- (Moner Manush) Lyrics- Lalon Fakir. - BongLyrics