HOBU Chandra Raja this song is a comedy song Lyrics for kids and all for you. With video Song.

HOBU Chandra Raja,– This song is sung by Antara Chowdhury is a singer and of Bengali songs. She is the daughter of renowned composer and lyricist Salil Chowdhury and Sabita Chowdhury. Antara started her singing career at the early age of seven.
SONG DETAILS-
SONG- | HOBU Chandra Raja |
SINGER- | Antara Chowdhury |
LYRICS- | Salil Chowdhury and Sabita Chowdhury |
ALBUM- | Children Song |
HOBU Chandra Raja |হবু চন্দ্র রাজা |Song Lyrics in Bengali.
এক যে ছিল রাজা হবু চন্দ্র তাহার নাম, ভারতের অধিশ্বর দিল্লীতে তার ধাম। প্রধান মন্ত্রী তার গবু চন্দ্র শুভ নাম, বুদ্ধিতে ভীষণ ধার দেশ জোড়া তার নাম। এক যে ছিল রাজা হবু চন্দ্র তাহার নাম, ভারতের অধিশ্বর দিল্লীতে তার ধাম। লালালালা লালা লালা লালা লালা লালালালালা লালালালা লালা লালা লালালা লালালা লালালা লা একদিন ডেকে বললেন রাজা মন্ত্রীমশাই শুনুন- এই দেশটা ভীষণ ধুলোয় ভরা একটা কিছু করুন। খাবারও ধুলোয় ভরা আর মগজেতেও ধুলো, মন্ত্রীমশায় বললেন একটু সবুর করুন। পরের দিন লাখ খানেক ঝাড়ুদারের ঝাড়ুর ঘায়, উঠলো যে ধুলোর ঝড় প্রান রাখা যে দায়। রাজামশায় তখন ক্যাবিনেট মিটিং ডেকে, বললেন এই আপনারা বার করুন উপায়। মন্ত্রনা মন্ত্রীরা দিলেন জল ঢাল জল ঢাল, তার ফলে কাদায় আর পাঁকে দেশটা ভরে গেল। নদী নালা সব শুকালো, পুকুরে মাছ মরল, আর জলো হাওয়ায় কাদায় রাজার ভীষণ সর্দি হল। ওরে বাবা কোথায় যাই রে, ওরে বাবা মারা যাই রে, এক ফোঁটা ঘটে বুদ্ধি মন্ত্রীদের কী নাইরে! পন্ডিতপ্রবর তখন বললেন, শোন দিয়া মন, সারাটা দেশ বরং, চামড়ায় মুড়ে দাও। যত মুচি চামার সব্বাইকে খবর দাও। লালালালা লালা লালা লালা লালা লা লালালালা লালালালা লালা লালা লালালা লালালা লালালা লা পার্লামেন্টে যেই না এই প্রস্তাবটা রাখা হল, এমপিরা সব প্রতিবাদে হৈ হৈ করে বলল। গো মাতাকে রক্ষা করা দ্বায়িত্ব যে রাজার, কি না তারই চামড়ায় ঢাকবে জমি, হায় কি যে অনাচার। হরে হরে ব্যোম ব্যোম ব্যোম ব্যোম। হরে হরে ব্যোম ব্যোম ব্যোম ব্যোম। রাজামশায় বললেন, আমি উইদড্র করলুম। এক মুচি দরিদ্র বলল শুনুন হে ভদ্র, সবিনয় নিবেদন শুনুন আমার। পৃথিবী না ঢেকে পা-টা চামড়ায় দিন ঢেকে, শুনে রাজা বললেন চুপ কর বেটা চামাড়। বললেন রাজা, এই কথাটা অনেক বছর ধরে, আমার মাথায় ছিল বেটা টের পেল কী করে! সেই থেকে দেশেতে জুতোর প্রচলন হল। ধন্য ধন্য মহারাজার দেশে পড়ে গেল। ধন্য হে ধন্য রাজা ধন্য হে মহারাজা। সবাই ধন্য ধন্য বলো, আর আমার কথা ফুরাল।
HOBU Chandra Raja |হবু চন্দ্র রাজা |Song Lyrics in Bengali to English Translation.
One was the name of the future king, His abode is in Delhi, the capital of India. The Prime Minister named his Gabu Chandra Shubh, His name is a very borrowed country pair. One was the name of the future king, His abode is in Delhi, the capital of India. Lalalala Lala Lala Lala Lala Lalalalala Lalalala Lala Lala Lalala Lalala Lalala La One day the king called and said listen to the minister- Do something to make this country very dusty. Food is full of dust and brain is full of dust, The minister said be patient. The next day a million broomsticks hit the broom, The dust storm that arose was the responsibility that kept the soul alive. Rajamsha then called a cabinet meeting, Said this is the way you do it. The ministers gave water shields water shields, As a result, the country was filled with mud and silt. The river channel dried up, the fish died in the pond, And the king had a great cold in the muddy air. Where did my father go, my father died, What a drop of intelligence ministers Nair! The scholar then said, Listen, mind, Rather, cover the whole country with leather. Inform everyone as much as you can. Lalalala Lala Lala Lala Lala La Lalalala Lalalala Lala Lala Lalala Lalala Lalala La As soon as this proposal is put in Parliament, The MPs shouted in protest. It is the king's responsibility to protect Go Mata, Whether or not the land will cover his skin, what an iniquity. Hare Hare Byom Byom Byom Byom Byom. Hare Hare Byom Byom Byom Byom Byom. Rajamshay said, I withdrew. A poor shoemaker said, "Listen, gentleman." Listen to me politely. The earth is not covered, the feet are covered with skin, On hearing this, the king said, "Shut up, son of a bitch." Said the king, saying this for many years, I had in my head how the beta felt! Since then, shoes have become popular in the country. Dhanya Dhanya fell into the land of the Maharaja. Blessed O Blessed King Blessed O Maharaja. Say goodbye to everyone, and I'm done.
related post-