Megh Bollo Jabi Bengali Poem Recitation by Munmun Mukherjee. Megh Bollo Rainy Day Special Bengali Poem Is Written by Shubho Dasgupta. Megh Bollo Bangla Kobita Abritti vocal by Kazi Rahnuma Noor, Asmita Ganguly, Sanchari Roy, Ananya Asmani Nodi from Charu Diary And Many various artists in their own way
POEM DETAILS-
Recitation | Munmun Mukherjee |
MUSIC– | Biswajit Das |
ALBUM- | Bangla kobita abritti album 4 |
LYRICS- | Shubo Dasgupta |
POEM– | Megh Bollo Jabi |
Megh Bollo Jabi | ( Poem ) | মেঘ বলল যাবি | Lyrics In Bengali.

Megh Bollo Jabi | ( Poem ) Lyrics
মেঘ বলল যাবি ? অনেক দূরে গেরুয়া নদী অনেক দূরের একলা পাহাড় অনেক দূরের গহন সে বন। গেলেই দেখতে পাবি, যাবি? জানলা দিয়ে মুখ ঝুকিয়ে বলল সে মেঘ যাবি ? আমার সঙ্গে যাবি ? দিন ফুরিয়ে রাত ঘনাবে রাত্রি গিয়ে সকাল হবে নীল আকাশে উড়বে পাখি গেলেই দেখতে পাবি, যাবি ? শ্রাবণ মাসের একলা দুপুর মেঘ বলল যাবি? আমার সঙ্গে যাবি? কেমন করে যাবরে মেঘ, কেমন করে যাব, নিয়ম বাঁধা জীবন আমার নিয়ম ঘেরা এধার ওধার কেমন করে নিয়ম ভেঙ্গে এ জীবন হারাবো, কেমন করে যাবরে মেঘ কেমন করে যাবো? মেঘ বললো দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরব সবুজ পাতায় পাতায় ভালবাসা হয়ে ঝরব, শান্ত নদীর বুকে আনব জলোচ্ছাসের প্রেম ইচ্ছে মত বৃষ্টি হয়ে ভাঙব, ভেঙ্গে পড়বো। এই মেয়ে, তুই যাবি? আমার সঙ্গে যাবি? যাব না মেঘ, পারবোনা রে যেতে আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে। কেবল যখন ঘুমিয়ে পড়ি, তখন আমি যাই সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে একছুটে পালাই, তখন আমি যাই। স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সবকিছুকে পাই। জাগরনের এই যে আমি ক্রীতদাসের মতন জাগরনের এই যে আমি এবং আমার জীবন কাজ অকাজের সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন। তবুরে মেঘ যাবো, একদিন ঠিক তোরই সঙ্গে শ্রাবণ হাওয়ায় নতুন রঙ্গে যাবরে মেঘ যাবো। সেদিন আমি শিমুল পলাশ ভিজবো বলে যাবো পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাবো। যাবরে মেঘ যাব, যাব রে মেঘ যাব, যাবো রে মেঘ যাবো।
Megh Bollo Jabi | ( Poem ) | মেঘ বলল যাবি | Lyrics In

Megh Bollo Jabi | ( Poem ) | মেঘ বলল যাবি | Lyrics In
Megh bollo jabi? Onek dure geruya nodi Onek durer ekla pahar Onek durer gohon se bon Gelei dekgte pabi, jabi? Janla diye mukh jhukiye Bollo se megh jabi, amar songge jabi? Din phuriẏē rāt ghanābē rātri giẏē sakāl habē nīl ākāśē uṛabē pākhi gēlēi dēkhatē pābi, yābi? Śrāban māsēr ēkalā dupur mēgh balala yābi? Āmār saṅgē yābi? Kēman karē yābarē mēgha, kēmana karē yāba, niẏam bhadhā jīban āmār niẏam ghērā ēdhār ōdhār kēman karē niẏam bhēṅgē ē jīban hārābō, kēman karē yābarē mēgh kēman karē yābō? Mēgh balalō dūrēr māṭhē briṣṭi haẏē jharaba sabuj pātāẏ pātāẏ bhālabāsā haẏē jharaba, śānta nadīr bukē ānaba jalōcchāsēr prēm icchē mata briṣṭi haẏē bhāṅgba, bhēṅgē paṛabō. Ēi mēẏē, tui yābi? Āmār saṅgē yābi? Yāba nā mēgh, pārbōnā rē yētē āmār āchē kājēr bādhan, kājēi thāki mētē. Kēbal yakhan ghumiẏē paṛi, takhan āmi yāi sīmār bādhan ḍiṅghiẏē dauṛē ēkachuṭē pālāi, takhana āmi yāi. Shapnē āmār gēruẏā nadī, shapnē āmār sunil ākāśh, shapnē āmār dūrēr pāhāṛ, sabkichukē pāi. Jāgaranēr ēi yē āmi krītadāsēr matan jāgaranēr ēi yē āmi ēbeng āmār jīban kāj akājēr sutōẏa bōnā mukhōśa ghērā jībana. Taburē mēgh yābō, Ek din ṭhika tōrai saṅghē śrābaṇ hāōẏāẏa natun raṅgē yābarē mēgh yābō. Sēdin āmi śhimul palāśh bhijabō balē yābō pāgala hāōẏāẏa utal dhārāẏa āmāẏ khujē pābō. Yābarē mēgha yāba, yāba rē mēgha yāba, yābō rē mēgha yābō.
Megh Bollo Jabi | ( Poem ) FULL VIEDO –
THIS POPULAR SONG HAS FULL LYRICS FOR CLICK…