Tomake Lagche Bhari Chena | Lyrics | তোমাকে লাগছে ভারি চেনা | Bengali Song Lyrics-By Bappi Lahiri, Alka Yagnik From ‘Amar Tumi”

This Super Hit Bengali Movie Song LyricsTOMAKELAGCHHEBHARICHENA(তোমাকে লাগছে ভারি চেনা) sung by-BAPPILAHIRI & ALKA YAGNIK, from Bengali movie “AMARTUMI “
directed by, –BIMALROY, Starring-PRASENJIT, FARHA, NAYANADAS, ROBIGHOSH, etc. Music By-BAPPILAHIRI, Lyrics By- PULAK BANERJEE

SONG DETAILS-

SONG-TOMAKE LAGCHHE BHARI CHENA(তোমাকে লাগছে ভারি চেনা)
SINGER- BAPPI LAHIRI, ALKA YAGNIK
LYRICS- PULAK BANERJEE
MOVIE- AMAR TUMI
MUSIC-BAPPI LAHIRI
CAST-Prasenjit,Farha(Mumbai),Nayna Das,Suvendu,Robi Ghosh etc.
DIRECTOR-BIMAL ROY

Tomake Lagche Bhari Chena |  তোমাকে লাগছে ভারি চেনা | Song Lyrics in Bengali.

Tomake Lagche Bhari Chena |  তোমাকে লাগছে ভারি চেনা | Song Lyrics in Bengali.

তোমাকে লাগছে ভারী চেনা
তোমাকে লাগছে ভারী চেনা,
কোথায় যেন তোমায় দেখেছি।।

তোমার ওই মিষ্টি মুখের হাসি
আমি যেন কোথায় এঁকেছি।

তোমাকে লাগছে ভারী জানা,
কোথায় যেন কাছে থেকেছি।।

তোমার ওই মিষ্টি মুখের ছবি
স্বপ্নে আমি তুলে রেখেছি।

তোমাকে লাগছে ভারী চেনা
কোথায় যেন তোমায় দেখেছি
না না কোথায় যেন কাছে থেকেছি।

নীলাকাশে ছড়িয়ে পড়ে
ওই যে রোদের সোনা

ওর সাথে যে তোমার আমার
অনেক জানাশোনা।
রামধনুকের সাতটি সে রঙ
আমরা দু'জন মেখেছি।

তোমাকে লাগছে ভারী জানা
কোথায় যেন কাছে থেকেছি
কোথায় যেন তোমায় দেখেছি।

মনে যে হয় ফুলের চেয়ে
তুমি বেশি সুন্দর
আমায় তুমি নাও কাছে নাও
আর তো ভেবো না পর।
বোঝো না কি তোমায় আমি
অনেক নামেই ডেকেছি।

তোমাকে লাগছে ভারী চেনা
কোথায় যেন তোমায় দেখেছি
না না কোথায় যেন কাছে থেকেছি।

তাই কি এমন শুভদিনের
মধুর অনুরাগে;
তোমার কাছে(আ)
থাকতে আমার(উম)
এত ভালো লাগে।
আগের মতই কিসের নেশায়
আমরা দুচোখ ঢেকেছি।

তোমাকে লাগছে ভারী জানা
কোথায় যেন কাছে থেকেছি।

তোমার ওই মিষ্টি মুখের হাসি
আমি যেন কোথায় এঁকেছি।

তোমাকে লাগছে ভারী জানা
কোথায় যেন কাছে থেকেছি।

উ কোথায় যেন তোমায় দেখেছি
না না কোথায় যেন কাছে থেকেছি

Tomake Lagche Bhari Chena | তোমাকে লাগছে ভারি চেনা | Song Lyrics in English.

Tomake Lagche Bhari Chena | তোমাকে লাগছে ভারি চেনা | Song Lyrics in English.

Tōmākē lāgachē bhārī chēnā 
tōmākē lāgachē bhārī chēnā, 
kōthāẏa yēna tōmāẏa dēkhēchi.. 

Tōmār ō'i miṣṭi mukhēr hāshi 
Ami yēna kōthāẏa ēm̐kēchi. 

Tōmākē lāgachē bhārī jānā, 
kōthāẏa yēna kāchē thēkēchi.. 

Tōmār ō'i miṣṭi mukhēr chabi 
Shabapnē āmi tulē rēkhēchi. 

Tōmākē lāgachē bhārī cēnā 
kōthāẏa yēna tōmāẏa dēkhēchi 
Nā nā kōthāẏa yēna kāchē thēkēchi. 

Nīlākāśē chaṛiẏē paṛē ō'i yē rōdēra sōnā 
Or sāthē yē tōmār āmār anēk jānāśōnā. 

Rāmadhanukēr sātaṭi sē raṅg 
Amarā du'jan mēkhēchi. 

Tōmākē lāgachē bhārī jānā 
kōthāẏa yēna kāchē thēkēchi 
kōthāẏa yēna tōmāẏa dēkhēchi. 

Manē yē haẏ phulēr cēẏē tumi bēśi sundar
Amāẏ tumi nā'ō kāchē nā'ō āra tō bhēbō nā para. 

Bōjhō nā ki tōmāẏa āmi 
Anēka nāmēi ḍēkēchi. 

Tōmākē lāgachē bhārī cēnā 
kōthāẏa yēna tōmāẏa dēkhēchi 
Nā nā kōthāẏa yēna kāchē thēkēchi. 

Tā'i ki ēman śubhadinēr madhur anurāgē;
Tōmār kāchē(ā) 
Thākatē āmār(uma) 
Eta bhālō lāgē. 

Āgēr matai kisēr nēśāẏa 
Amarā ducōkha ḍhēkēchi. 

Tōmākē lāgachē bhārī jānā 
kōthāẏa yēna kāchē thēkēchi. 

Tōmāra ō'i miṣṭi mukhēra hāsi 
Ami yēna kōthāẏ ēm̐kēchi. 

Tōmākē lāgachē bhārī jānā 
kōthāẏa yēna kāchē thēkēchi. 
U kōthāẏa yēna tōmāẏa dēkhēchi 
Nā nā kōthāẏ yēna kāchē thēkēchi.

Tomake Lagche Bhari Chena (Amar Tumi ) VIEDO SONG-

PEOPLE ALSO LIKE THIS POST-

Leave a Comment