SONG DETAILS-
SONG- | Mon Kyamoner Jonmodin | মন কেমনের জন্মদিন |
SINGER– | Mekhla Dasgupta, |
LYRICS– | Ranajoy Bhattacharjee. |
MOVIE– | Hridpindo, |
Mon kyamoner jonmodin | মন কেমনের জন্মদিন | Song Lyrics In Bengali.
Mon kyamoner jonmodin | মন কেমনের জন্মদিন | Song Lyrics In Bengali.
কেন রোদের মতো হাসলে না আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না । এই মন কেমনের জন্মদিন চুপ করে থাকা কঠিন, তোমার কাছে খরস্রোতাও গতিহীন। নতুন সকাল গুলো কপাল ছুঁলো তোমারই দূরে গেলেও এটাই সত্যি তুমি আমারই, শুধু আমারই .. রোদের মতো হাসলে না আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না । জলে ভেজা, চোখবোজা ঘুম খোঁজা ভোর । নিশানা তীর, স্মৃতির ভীড় এলোমেলো ঘর’দোর । জলে ভেজা, চোখবোজা ঘুম খোঁজা ভোর । নিশানা তীর, স্মৃতির ভীড় এলোমেলো ঘর’দোর । মেঘ আসে এলো কিসে ছুঁয়ে দিলেই সব চুপ । সেই মেঘবালিকার গল্প হোক শহরজুড়ে বৃষ্টি হোক রোদ্দুর হোক আজ শুধুই তাহার ডাকনাম । পাতাভরা সব দু-টুকরোরা কাল বৈশাখীর মতো মুখচোরা, সব ভিজে যাক শুধু বেঁচে থাক অভিমান । নতুন সকালগুলো কপাল ছুঁলো তোমারই বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারই শুধু আমারই …
Mon kyamoner jonmodin | মন কেমনের জন্মদিন | Song Lyrics In English.

Keno roder moto hasle na Amay valobashle na. Amar kache din furaleo asle na Ei mon kemoner jonmodin Chup kore thaka kothin Tomar kache khorosrota o gotiheen. Notun sokal gulo kopal chulo tomari Dure geleo etai sotti tumi amari Shudhu amari.. Roder moto hasle na Amay valobashle na Amar kache din furaleo asle na. Jhole bheja, chokhboja Ghum khoja bhor. nishana tir, sritir vir Elo melo ghor dor. Jhole bheja, chokhboja Ghum khoja bhor. Nishana tir, sritir vir Elomelo ghor dor. Megh ase elo kise Chuye dile sob chup. Sei meghbalikar golpo hok Shohor jure brishti hok Roddur hok aaj sudhu e tahar dakhnaam. Patabhara sob dutukrora kal baisakhir moto mukhchora sob vije jak sudhu beche thak abhiman. Notun sakalgulo kopal chulo tomari Bedhe rakhte parale tumio hote amari sudhu amari..
Mon Kyamoner Jonmodin-BENGALI LYRICSCAL VIEDO SONG-
YOU MAY LIKE THIS POST-
Pingback: Param Sundari | Lyrics | পরম সুন্দরী | A R Rahman | by - Shreya Ghoshal. - BongLyrics