Nalish Lyrics | নালিশ | Keshab Dey

Nalish Song Is Sung by Keshab Dey Bengali Heart Touching Sad Song. Starring: Keshab And Sonali. Music Arranged by Tapas Roy And Jomiye Rakha Nalish Gulo Porei Roye Gelo Lyrics In Bengali Written by Badal Paul.
Nalish Lyrics Details-
SONG– | Nalish (নালিশ) |
SINGER– | Keshab Dey |
LYRICS– | Badal Paul |
MUSIC– | Tapas Roy |
DOP– | Shampad Banik |
CAST– | Keshab | Sonali |
MIX & MASTARING- | Tapas @TRproductionstudio |
Nalish | জমিয়ে রাখা নালিশ গুলো | Song Lyrics In Bengali
জমিয়ে রাখা নালিশ গুলো
পড়েই রয়ে গেলো,
সে আপন মানুষ হঠাৎ করে
পরের হয়ে গেলো।
প্রশ্ন হাজার ছিলো বাকি
উত্তরেরা আজ একাকী,
খুঁজে ফেরে যত্নে পোষা
আমার অচিন পাখি।
জমিয়ে রাখা নালিশ গুলো
পড়েই রয়ে গেলো,
সে আপন মানুষ হঠাৎ করে
পরের হয়ে গেলো।।
আজুহাতের পাহাড় যেমন
হদিশ খুঁজে পায়না,
ভালোবাসা দিয়েও তাকে
ধরে রাখা যায় না।
আ আ …
আজুহাতের পাহাড় যখন
হদিশ খুঁজে পায়না,
ভালোবাসা দিয়েও তাকে
ধরে রাখা যায় না।
স্বপ্ন অনেক আছে বাকি
রাত্রি গুলো আজ একাকী,
খুঁজে ফেরে যত্নে পোষা
আমার অচিন পাখি।
জমিয়ে রাখা নালিশ গুলো
পড়েই রয়ে গেলো,
সে আপন মানুষ হঠাৎ করে
পরের হয়ে গেলো।।
যাকে নিয়ে লেখা ছিলো
হাজার একটা বায়না,
সে হারালেও সহজে তা
মুছে ফেলা যায় না।
প্রশ্ন হাজার ছিল বাকি
উত্তরেরা আজ একাকী,
খুঁজে ফেরে যত্নে পোষা
আমার অচিন পাখি।
জমিয়ে রাখা নালিশ গুলো
পড়েই রয়ে গেল,
সে আপন মানুষ হঠাৎ করে
পরের হয়ে গেল,
সে আপন মানুষ হঠাৎ করে
পরের হয়ে গেল।
Nalish | জমিয়ে রাখা নালিশ গুলো | Lyrics in Englsh.
Jomiye rakha nalish gulo
porei roye gelo
Se apon manush hotath kore
Porer hoye gelo
Proshno hajar chilo baki
Uttorera aaj ekaki
Khuje fere jotney posha
Amar achin pakhi
Ajuhaater pahar jemon
hodis khuje paay na
Valobasha diyeo taake
dhore rakha jaay na
PEOPLE ALSO LIKE THIS POST-