POTAKAR PAANCH RONG/পতাকার পাঁচ রঙ/ SUKANTA ACHARJO/ SATHI DAS / BANGLA KOBITA / BANGLA ABRITTI

This Poem– পতাকার পাঁচ রং|POTAKAR PAANCH RONG.
Poet: LYRICS/WRITER – Sukanta Acharya, Planning and management: – Soumit Manna, Voices: – Soumit Manna, Arunima Jana, and Dipanjana BanerjeeBackground, music By– Rajiv Brahma, Acknowledgments: – Abhishek Mukherjee
POEM DETAILS.
POEM | POTAKAR PAANCH RONG/পতাকার পাঁচ রঙ |
LYRICS/WRITER | SUKANTA ACHARJO |
TEXT /recitation | SATHI DAS |
LEBEL | BANGLA KOBITA / BANGLA ABRITTI |
পতাকার পাঁচ রঙ কবিতা | Poem Lyrics in Bengali
বলত দেখি পতাকায় মোদের কয়টি রঙ আছে? শিক্ষক এসে শুধালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে। একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে তিনটি বর্ন রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে। শ্রেনীর পিছনে বেঞ্চের কোনে শিশু ছিল এক বসে, 'পতাকার মাঝে পাঁচ রঙ আছে' বলল সে মৃদু ভাষে। কথা তার শুনে বাকি শিশুগনে হেসে খায় লুটোপুটি, শিক্ষক রেগে বলেন হেঁকে বোঝাও কি করে পাঁচটি? মাথা নিচু করে ভয়ার্ত স্বরে সরল শিশুটি বলে, ওপরে গেরুয়া মাঝখানে সাদা সবুজ আছে তার তলে আর আছে আঁকা গোলাকার চাকা নীল রং আছে এতে। শিক্ষক বলে এটিকে ধরলে তবুও হচ্ছে চারটে। অবোধ শিশুটি বলল তখন রং আছে আর এক। লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে। বাবাকে যখন আনলে ওরা কফিনের ঢাকা খুলে, জড়ানো রয়েছে দেহখানা তার পতাকা আর ফুলে। রক্তের দাগে ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে। এই নিয়ে মোট হল পাঁচটি এবার ত ঠিক আছে। সরল শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিল বুক অশ্রু এলো নয়ন ভরে শুকনো হল মুখ। আজও যারা দেশের জন্য করছে বলিদান স্বাধীনতার শহীদ সম তাদের অমর প্রাণ। হয়েছি স্বাধীন পেরিয়ে গেছে সত্তরটি বছর দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ রাখছি কি তার খবর?
পতাকার পাঁচ রঙ Poem Lyrics in Bengali To English Translation
I used to see flags How many colors are there? The teacher came and repaid with a smile To the second class. Together all the boys say Shouted loudly There are three colors painted Across the national flag. In the corner of the bench behind the class The child was sitting alone, 'There are five colors in the middle of the flag' He said softly. The rest of the children listened to him Laughs and eats, The teacher yawned angrily How do you explain five? In a frightened voice with his head bowed The simple child says, Orange in the middle of the upper white There is green under it And there are painted round wheels It has blue color. The teacher says if you catch it Still being four. The ignorant child said then There is one more color. Red spots can be seen In the middle of that flag. When they brought the father Open the lid of the coffin, His body is involved The flag swells. There were red spots on the blood stains In the middle of that flag. This brings the total to five This time it's okay. The simple child's answer The chest trembled Tears came to my eyes Dry is the mouth. Even today for those countries Sacrificing The martyr of freedom is equal Their immortal souls. I have become independent Seventy years The life that is going to save the country Keeping his news?