Best Song-Satti Satti Jodi Pori Hoye | সত্যি সত্যি যদি পরী হয়ে | – Bengali lyrics By- Shreya Ghoshal From premi.

Read to this touching song Lyrics -Shotyi Shotyi Jodi Pori Hoi, from the movie ” Premi” in the musical singer of Shreya Ghoshal. This song has been Written- by Gautam Susmit and Music composed by Jeet Gannguli. Cast by Jeet & Priyanka Sharma.
SONG DETAILS-
SONG- | Shotyi Shotyi Jodi Pori Hoi |
SINGER- | Shreya Ghoshal. |
LYRICS- | Gautam Susmit |
MUSIC- | Jeet Gannguli. |
MOVIE- | PREMI |
CAST- | Jeet & Priyanka Sharma. |
Satti Satti Jodi Pori Hoye | সত্যি সত্যি যদি পরী হয়ে | Song Lyrics in Bengali.

সত্যি সত্যি যদি পরী হয়ে উড়ে যায়
সত্যি সত্যি যদি তারাদের ছোঁয়া পাই
ও সত্যি সত্যি যদি পরী হয়ে উড়ে যায়
সত্যি সত্যি যদি তারাদের ছোঁয়া পাই
ডানা মেলে আকাশেতে
ভেসে চলি বাতাসেতে
ডানা মেলে আকাশেতে
ভেসে চলি বাতাসেতে
দূর অজানায়
সত্যি সত্যি যদি পরী হয়ে উড়ে যায়
ছোট ছোট আশা কত ভালোবাসা
এইতো জীবন
আসে বারে বারে যায় খুশি করে
আমার এই মন
ও ছোট ছোট আশা কত ভালোবাসা
এইতো জীবন
আসে বারে বারে যায় খুশি করে
আমার এই মন
চাই যদি হারিয়ে যেতে
সেই খুশির ছোঁয়া পেতে
চাই যদি হারিয়ে যেতে
সেই খুশির ছোঁয়া পেতে
দূর অজানায়
সত্যি সত্যি যদি পরী হয়ে উড়ে যায়
কেউ যদি চোখে দিয়ে যায় এঁকে
স্বপ্ন হাজার
যদি কাছে এসে চাই ভালোবেসে
হৃদয় আমার
ও কেউ যদি চোখে দিয়ে যায় এঁকে
স্বপ্ন হাজার
যদি কাছে এসে চাই ভালোবেসে
হৃদয় আমার
তার ডাকে সাড়া দিতে
লাজে মরি মরমেতে
তার ডাকে সাড়া দিতে
লাজে মরি মরমেতে
দূর অজানায়
সত্যি সত্যি যদি পরী হয়ে উড়ে যায়
সত্যি সত্যি যদি তারাদের ছোঁয়া পাই
ডানা মেলে আকাশেতে
ভেসে চলি বাতাসেতে
ডানা মেলে আকাশেতে
ভেসে চলি বাতাসেতে
দূর অজানায়
সত্যি সত্যি যদি পরী হয়ে উড়ে যায়
সত্যি সত্যি যদি তারাদের ছোঁয়া পাই
ডানা মেলে আকাশেতে
ভেসে চলি বাতাসেতে
ডানা মেলে আকাশেতে
ভেসে চলি বাতাসেতে
দূর অজানায়
সত্যি সত্যি যদি পরী হয়ে উড়ে যায়
Satti Satti Jodi Pori Hoye-VIEDO SONG-
PEOPLE ALSO LIKE THIS POST-