Mone Pore Koto Kotha | মনে পড়ে কত কথা | This sad song sung by Kavita Krishnamurthy, from the movie –Champion, lyrics by-Gautam Sushmit.Music Label:- SVF Music.
SONG DETAILS-
SONG- | Mone Pore Koto Kotha |
SINGER– | Kavita Krishnamurthy |
LYRICS- | Gautam Sushmit |
MUSIC- | SVF Music. |
MOVIE- | Champion |
Mone Pore Koto Kotha Song Bengali lyrics-

Mone Pore Koto Kotha | মনে পড়ে কত কথা | Song Lyrics in Bengali.
মনে পরে কত কথা বড় কঠিন একা থাকা বারে, বারে সেই সব সুখের স্মৃতি আসে যায় এই মনে আমাকে কাঁদাতে মনে পরে কত কথা বড় কঠিন একা থাকা বারে, বারে সেই সব সুখের স্মৃতি আসে যায় এই মনে আমাকে কাঁদাতে দুহাত ভোরে দিয়ে ছিলে একদিন কত খুশি আমাকে তুমি তোমার সাথে অজানাতে ভেসে গেছি কতবার জানিনা আমি সোনা ঝরা দিন গুলো আজ কোথায় হারিয়ে গেল সব কিছু শুন্য যে লাগে ও সব কিছু শুন্য যে লাগে মনে পরে কত কথা বড় কঠিন একা থাকা বারে, বারে সেই সব সুখের স্মৃতি আসে যায় এই মনে আমাকে কাঁদাতে যত বারি দুচোখ বুজি মনে, মনে ভেসে ওঠে তোমারি হাসি
ও স্মৃতির বোঝা যতই বাড়ে বুকে বাড়ে হাহাকার ততই বেশি চারিদিকে দেখি আঁধার ভরা শ্রাবন চোখে আমার কোন দিশা আর খুঁজে পায়না ও কোন দিশা আর খুঁজে পায়না মনে পরে কত কথা বড় কঠিন একা থাকা বারে, বারে সেই সব সুখের স্মৃতি আসে যায় এই মনে আমাকে কাঁদাতে
Mone Pore Koto Kotha – viedo song
people also like this post-
Pingback: Jodi Boli | Lyrics | যদি বলি | Romantic Bangla Song Lyrics By-Pratik Kundu & Sudeshna Das | Valentines Day Song | - BongLyrics