শোনো না ও প্রিয় | Lyrics | Shono Na O Priyo | 𝐁𝐞𝐧𝐠𝐚𝐥𝐢 𝐍𝐞𝐰 𝐒𝐨𝐧𝐠 𝟐𝟎𝟐2 | Lyrics.

This 2022 Latest Bengali Song – শোনো না ও প্রিয় /Sono Na O Priyo, Sung By-Soma Chandra, Lyrics By- Arup Haldar, Music By-Arup Bose, COMPOSED By-Arup Bose, MIXING & MASTERING- Soumen Paul, STUDIO- GanBajna, PRODUCED by- ARUP HALDAR, CAST BY-Rick & Rupsha.
SONG DETAILS-
SONG- | শোনো না ও প্রিয় /Sono Na O Priyo |
SINGER- | Soma Chandra |
LYRICS– | Arup Haldar |
MUSIC– | Arup Bose |
COMPOSER– | Arup Bose |
PRODUCER | ARUP HALDAR |
CAST– | Rick & Rupsha |
LABEL- | ‘ARUP PRODUCTION’. |
শোনো না ও প্রিয় | Shono Na O Priyo Song Lyrics IN Bengali.

–
–
শোনো না ও প্রিয়
অরূপ হালদার
ও প্রিয় শোনো না ও প্রিয়
ও প্রিয় শোনো না ও প্রিয়
ও প্রিয় শোনো না ও প্রিয়
ও প্রিয় শোনো না ও প্রিয়
তুই না থাকলে লাগে খুব একা একা
এজীবন বড়ই লাগে ফাঁকা ফাঁকা
করলে দেরী হয় চিন্তা বাঁকা বাঁকা
এ জীবন বড়ই লাগে ফাঁকা ফাঁকা
তুই কখন কাছে আসবি বল
সত্যি বলছি করবো না আর ছল
তোর সঙ্গে মেলায় যাব
ঝাল মুড়ি আর ফুচকা খাব
খোঁপায় দেব লাল গোলাপ ফুল
করবো না তো আর কোনো ভুল
তুই কখন আসবি কাছে বল
সত্যি বলছি করবো না আর ছল..2
তুই আমার পরান সখা
মনটা কাঁদে না হলে দেখা
তুই আমার ভালোবাসবি বল
মাইরি বলছি করবো না আর ছল..2
তুই কখন আসবি কাছে বল
সত্যি বলছি করবো না আর ছল..
ও প্রিয় শোনো না ও প্রিয়
ও প্রিয় শোনো না ও প্রিয়
ও প্রিয় শোনো না ও প্রিয়
ও প্রিয় শোনো না ও প্রিয়
শোনো না ও প্রিয় | Shono Na O Priyo | VIEDO SONG-
PEOPLE ALSO LIKE THIS POST-
Pingback: Mukhosh | Title Song Lyrics | মুখোশ | Noble Man | Mosharraf Karim | - BongLyrics