IMAGE, HUNGAMA.COM

”Sunyo Haat” ”শূন্য হাত” BY Pratik Kunda Lyrics.

SongChup Kore TuiIndian Bengali Film-: Ei Ami Renu
Singer-Monali Thakur & Ash KingMusic-Programming & Arrangements: Lyton
LyRICS-Rana MazumderGuitars designed by-Rupjit Das & Shomu Seal

Sanyo Haat” ”শূন্য হাত” Song Lyrics in Bengali.

চুপ করে বসে ঘরের কোণে
আনমনে তোমার টেলিফোনে,
হারিয়ে যাওয়ার রূপকথার এই দেশে
তবে বাস্তবেতেই ফিরে আসা শেষে।
এলোমেলো এই কোন ঝড়
এলো এক রাতে,
ভেঙ্গে চুরে গেল স্বপ্নের ঘর
আমি ব্যস্ত সাজাতে।
স্বপ্নের মেন রোড ফুটপাত
তোমার হাতেই আমার হাত,
নেশাতুর  রাত শেষে ঘরে ফেরা
নিয়ে শূন্য হাত ....
হাসি মুখে কান্নাকে লুকিয়ে
তোর গলিতেই বারে বারে গিয়ে,
দুমড়ে মুচড়ে স্বপ্নগুলো খোঁজা
তবে সব শেষে নিজেকেই ভুল বোঝা।
আর দেরী নেই উঠবে সূর্য
এ মন বোঝে না..
এদিক ওদিক আমার দু'চোখ
তোকে ছাড়া কিছু খোঁজে  না..
আজও রয়েছে খালি ফুটপাত
নেই তোর হাতে আমার হাত,
নেশাতুর রাত শেষে ঘরে ফেরা
নিয়ে শূন্য হাত ....
নিয়ে শূন্য হাত
নিয়ে শূন্য হাত…

Sanyo Haat” ”শূন্য হাত” Song Lyrics in English.

Chup kore bose ghawrer kone.
Anmone tomar telephone a.
Hariye jawa rupkothari deshe,
Tobe bastobetei phire asa sheshe.
Elomelo ei kon jhawr,
Elo ek raate.
Bhenge chure gelo swopner ghawr,
Ami byasto sajaatey.
Swopner main road footpath,
Tomar haatei amar haat.
Neshatur raat sheshe ghawre phera,
Niye sunyo haat.

Sanyo Haat” ”শূন্য হাত” Song Lyrics in English Translation.

Sitting quietly in the corner of the room
 Anamne on your telephone,
 In this country of lost fairy tales
 But at the end of coming back to reality.
This is no storm at random
 Came one night,
 The dream house was shattered
 I'm busy sorting.
Dream Main Road sidewalk
 My hand is in your hand,
 Return home at the end of the night
 With empty hands ….
Hiding tears in the face of a smile
 Going back and forth in your alley,
 Looking for the twisted dreams
 But at the end of it all, misunderstanding yourself.
And the sun will rise not too late
 This mind does not understand ..
 My eyes are here and there
 Looking for nothing but you ..
Even today there are empty sidewalks
 You don't have my hand,
 Return home at the end of the night
 With empty hands ….
With empty hands
 Empty hands.

BYE NOW ON AMAZON

Mi 50
https://amzn.to/3sOzmeW

Leave a Comment