
New Durga Puja Special Song Lyrics 2022.New Romantic Bengali Song Lyrics.
Tomay Amay Mile -This Song Sung By- Akash Bhattacharya, Mix & Mastered by- Akash Bhattacharya, Produced By –S.K.Nag, Directed By- Apurba Das & Mainak Dhar, Cast By – Sayak Chakraborty & Arunima Halder.
Original Credits - Serial Name : Tomay Amay Mile, Singer : Arijit Singh & Ujjaini Mukherjee, Story Written by : Shashi Mittal & Ananda Bardhan Sharma
Tomay Amay Mile Song Details-
SONG- | Tomay Amay Mile |
SINGER- | Akash Bhattacharya, |
LYRICS- | Shashi Mittal & Ananda Bardhan Sharma |
CAST- | Sayak Chakraborty & Arunima Halder |
DIRECTED BY- | Apurba Das & Mainak Dhar, |
Original Credits-
SONG- | Tomay Amay Mile |
SINGER- | Arijit Singh & Ujjaini Mukherjee, |
LYRICS- | Shashi Mittal & Ananda Bardhan Sharma |
তোমায় আমায় মিলে | Tomay Amay Mile | Song Lyrics in Bengali.
মন থাক আড়ালে মাঝে মাঝে ছুঁতে আসা
জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা,
তুমি পথ চেনো, পাশে আছি যেনো
আমাকেও সঙ্গে নিলে,
থেকে যাবো, তোমায় আমায় মিলে,
থেকে যাবো, তোমায় আমায় মিলে।
যতদূর যায় চোখ পাশে আছি আমি তোমার
আজ নয় কাল হোক
কেটে যাবে এই অন্ধকার।
তুমি অভিমানী হেঁটে যাবে জানি
স্বপ্নের সেই মিছিলে,
থেকে যাবো, তোমায় আমায় মিলে,
থেকে যাবো, তোমায় আমায় মিলে।
ঘুমে রোজ আসে যে,
সামনে কি আসবেনা সে?
স্বপ্নের সেই মানুষ সত্যি কি থাকবে পাশে?
যদি পাশে থাকো, হাতে হাত রাখো
সব পাবো ভরসা দিলে,
থেকে যাবো তোমায় আমায় মিলে,
থেকে যাবো তোমায় আমায় মিলে।