Tumi Na Ele Ei Sraban-Song Lyrics In Bengali.

‘Tumi Na Ele Ei Sraban’ This Song Sung By- Rudra Majumder & Biyas Sarkar. Music directed By- Rudra Majumder, Lyricist By – Rudra Majumder, Music Arrangement – Bappadityo Shuvro, Casted By – Mukul Kumar Jana, Sudipa Das, Directed By – Aditya Paul,
Tumi Na Ele Ei Sraban Bengali Song Lyrics Details-
SONG- | Tumi Na Ele |
SINGER– | Rudra Majumder & Biyas Sarkar |
LYRICS– | Rudra Majumder |
MUSIC– | Rudra Majumder |
CAST– | Mukul Kumar Jana, Sudipa Das |
DIRECTED BY- | Aditya Paul |
তুমি না এলে এই স্রাবণ | Tumi Na Ele Ei Sraban Lyrics in Bengali.
তুমি না এলে এই স্রাবণ
গাইবে বিরহ গান
তুমি না এলে এই স্রাবণ
গাইবে বিরহ গান
যদি খুব আদরে ডাকি তোমাকে
যদি খুব আদরে ডাকি তোমাকে
ভুলে যেও অভিমান……..
তুমি না এলে এই স্রাবণ
গাইবে বিরহ গান
তুমি না এলে এই স্রাবণ
গাইবে বিরহ গান
চখের পাতায় সৃতির সেজায়
আনমনে গায় তুমার গান..
চখের পাতায় সৃতির সেজায়
আনমনে গায় তুমার গান..
মনেরই খাতায় রঙিন পাতায়
শুধু লেখি যায় তোমারই নাম….
যদি খুব আদরে ডাকি তোমাকে
যদি খুব আদরে ডাকি তোমাকে
ভুলে যেও অভিমান…..
তুমি না এলে এই স্রাবণ
গাইবে বিরহ গান
তুমি না এলে এই স্রাবণ
গাইবে বিরহ গান
কী করে করি আড়াল
মন আজ বেসামাল
তোমারই আশায় ভালবাসায়
চায় মন পালাতে কাছে আরো হারাতে
যদি গ দেও ধরা ভালবাসায়
যদি খুব আদরে ডাক আমাকে
যদি খুব আদরে ডাক আমাকে
কী করে রাখি অভিমান…..
তুমি না এলে এই স্রাবণ
গাইবে বিরহ গান
তুমি না এলে এই স্রাবণ
গাইবে বিরহ গান
তুমি না এলে এই স্রাবণ -VIEDO SONG-
THIS SONG RELATED Q–
- Who is the music director of the song Tumi Na Ele?
- Who is the lyricist of the songTumi Na Ele?
- Who is the Casted of the song Tumi Na Ele?
- Who is the sung of the song Tumi Na Ele?
- Who is the directed of the song Tumi Na Ele?