SONG DETAILS-
SONG- | Valobasha Valo Laga Ek Noy |
SINGER- | Kavita Krishnamurthy |
LYRICS- | Kavita Krishnamurthy |
ALBUM- | Akashete Pujo Pujo |
Valobasha Valo Laga Ek Noy |ভালবাসা ভাল লাগা এক নয় | Song Lyrics in Bengali.
Valobasha Valo Laga Ek Noy |ভালবাসা ভাল লাগা এক নয় | Song Lyrics in Bengali.
চোখেতে অনেক ছবি ভালো লাগে,
আপন করে পেতে সাধ যে জাগে।
তবু ভালবাসা ভালো লাগা এক নয়।
ভালবাসা ভালো লাগা এক নয়।
রংধনুর রং শুধু প্রাণেতে ঝরে,
উদাস এ মনকে বিভোর করে।
তবু ভালবাসা ভালো লাগা এক নয়।
ভালবাসা ভালো লাগা এক নয়।
হয় আমার কথা সুন্দর,
হয়তো আমার গান মিষ্টি;
হয়তো আমার প্রেম নির্ঝর,
যাদু ভরা দুচোখের দৃষ্টি।
হৃদয়ের ভাষা বোঝা বড় দায়,
ভুল করে অনেকেই প্রেমে পড়ে যায়।
তবু ভালবাসা ভালো লাগা এক নয়।
ভালবাসা ভালো লাগা এক নয়।
চোখেতে অনেক ছবি ভালো লাগে,
আপন করে পেতে সাধ যে জাগে।
তবু ভালবাসা ভালো লাগা এক নয়।
ভালবাসা ভালো লাগা এক নয়।
রংধনুর রং শুধু প্রাণেতে ঝরে,
উদাস এ মনকে বিভোর করে।
তবু ভালবাসা ভালো লাগা এক নয়।
ভালবাসা ভালো লাগা এক নয়।
Valobasha Valo Laga Ek Noy |ভালবাসা ভাল লাগা এক নয় | Song Lyrics in English.

Valobasha Valo Laga Ek Noy |ভালবাসা ভাল লাগা এক নয় | Song Lyrics in English.
Cōkhētē anēka chabi bhālō lāgē, āpana karē pētē sādha yē jāgē. Tabu bhālabāsā bhālō lāgā ēka naẏa. Bhālabāsā bhālō lāgā ēka naẏa. Randhanura raṁ śudhu prāṇētē jharē, udāsa ē manakē bibhōra karē. Tabu bhālabāsā bhālō lāgā ēka naẏa. Bhālabāsā bhālō lāgā ēka naẏa. Haẏa āmāra kathā sundara, haẏatō āmāra gāna miṣṭi; haẏatō āmāra prēma nirjhara, yādu bharā ducōkhēra dr̥ṣṭi. Hr̥daẏēra bhāṣā bōjhā baṛa dāẏa, bhula karē anēkē'i prēmē paṛē yāẏa. Tabu bhālabāsā bhālō lāgā ēka naẏa. Bhālabāsā bhālō lāgā ēka naẏa. Tabu'ō yē mana ēkaṭi sbapnakē bhālabēsē, ēgiẏē calē sē tō bhābābēśē. Phula tō phuṭabē'i bāgānē, chuṭē chuṭē āsabē'i ali; yakhana'i jbalabē dīpa ādhārē, yābē tō pataṅga cali. Yadi'ō ē kathā mithyē naẏa, bhālō lāgā śēṣē bhālabāsā haẏa. Tabu bhālabāsā bhālō lāgā ēka naẏa. Bhālabāsā bhālō lāgā ēka naẏa.
Valobasha Valo Laga Ek Noy Viedo song-
*Valobasha Valo Laga Ek Noy* *ভালবাসা ভাল লাগা এক নয় *Song Lyrics
PRESENTED BY – bonglyrics.com
